শার্শায় কীটনাশক গোডাউনে আগুনে ব্যাপক ক্ষতি

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শার বাগুড়ী বেলতলার মেসার্স শিমু ট্রেডার্স নামে এক কীটনাশক গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় সমস্ত মালামাল পুড়ে গেছে। শুক্রবার আনুমানিক রাত ২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিমুল ট্রের্ডাসের মালিক আবুল কালাম আজাদ জানান, আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। দোকানে পটুয়াখালীর এক ব্যাপারী হারুন মোল্লা ঘুমিয়ে ছিলেন। আনুমানিক রাত আড়াইটার দিকে মোবাইল ফোনে জানতে পারি আমার গোডাউন ও শো রুমে আগুন লেগেছে । আমি দ্রুত দোকানে যেয়ে দেখি এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেছে । তিনি আরো জানান, এ ঘটনায় দোকানের সিসি ক্যামেরা, এল ই ডি টিভি, বৈদ্যুতিক পাখা ও কীটনাশক সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুনে আনুমানিক ৮ থেকে ১০ লাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে বেলতলা বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেসার্স শিমু ট্রেডার্সে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। তবে কীভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটা এখনো জানা যায়নি।