পাইকগাছায় মৎস্য ঘের দখলের চেষ্টা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে অবৈধভাবে দখল নেয়ার চেষ্টায় বাসা তৈরি ও বাঁধ দেয়ায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। উপজেলার মালথ গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫) জানান, বিগত ১০/১২ বছর ধরে শংকরদানা মৌজায় শরিক সম্পত্তিতে এওয়াজমূলে ঘের করে আসছি। শনিবার সকালে একই এলাকার তোরাপ সরদারের ছেলে শাহিনুর সরদার, জাকির গাজী, ইউনুস শেখ, তাজ উদ্দীন মোড়লরা ভোগ তার দখলীয় ঘেরে অবৈধভাবে দখলের চেষ্টা করে এ সময় তারা বাসা তৈরি ও বাঁধ দিতে থাকে। তাদেরকে বাধা দিলে তারা মারপিট করতে উদ্যত হয়। এ বিষয়ে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করি। এ বিষয়ে শহিনুর সরদার জানান, আমাদের ২৮ বিঘা শরিক সম্পত্তির মধ্য হতে আমাদের প্রাপ্য অংশ বের করে সেখানে বাসা বাড়ি তৈরি করছি। ওসি এজাজ শফী জানান, এ ব্যাপারে অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।