পাইকগাছায় গণসংযোগকালে সংরক্ষিত ইউপি সদস্যপ্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় লস্কর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী অঞ্জলী রাণী ঢালী গণসংযোগকালে ব্যানার টানানোর সময় মারপিটের শিকার হয়েছেন। সদস্যপদ প্রার্থী ও বর্তমান সংরক্ষিত ইউপি সদস্য মিনতী রাণী মিস্ত্রী ও তার ছেলের চিরঞ্জিত ঢালীর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, শনিবার সকালে অঞ্জলী রাণী ঢালী গণসংযোগে বের হন। খড়িয়া লেবুবুনিয়ার চক এলাকায় প্যানা টানানোর সময় পাশের বাড়ি থেকে বর্তমান সংরক্ষিত ইউপি সদস্য মিনতী রাণী মিস্ত্রীর ছেলে চিরঞ্জিত ঢালী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অঞ্জলী ঢালী ও তার ছেলে দিপংকর ঢালী জানান। মিনতী রাণী মিস্ত্রী বলেন, তুচ্ছ ঘটনায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে মারপিটের কোনো ঘটনা ঘটেনি। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি নিস্পত্তির জন্য উভয়পক্ষকে পরিষদে ডাকা হয়েছে।