যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত তিনজন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সড়ক পৃথক দুর্ঘটনায় গতকাল একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তাদের ৩ জনের অবস্থা আশংকাজনক। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে যশোর-বেনাপোল সড়কের গদখালী বাজারে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি (২৫) ও আসাদ (২৮) নামে দু’যুবক গুরুতর আহত হয়েছেন। রনি যশোর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম ঝিকরগাছার শ্যামলাগাছী যাচ্ছিলেন। অপরদিকে, আসাদ বেনাপোল থেকে মোটরসাইকেলযোগে গদখালী আসছিলেন। গদখালী বাজারে পৌঁছুলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি ও আসাদ গুরুতর আহত হন। লোকজন তাদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা ৬টার দিকে রনি মারা যান। শ্যামলাগাছী গ্রামের মশিয়ার রহমানের পুত্র। তিনি যশোর শহরে বসবাস করেন। আহত আসাদ যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের বছিরউদ্দিনের পুত্র। তার পরিচিতরা বলছেন, তারা ফেনসিডিল সেবন করে। একজন ফেনসিডিল খেতে যাচ্ছিল। অপরজন ফেনসিডিল খেয়ে ফিরছিল।
একইদিন যশোর নড়াইল সড়কের চাড়াভিটা বাজারে চলন্ত ট্রাকের উপর থেকে পড়ে হাকিম (১৮) নামে এক হেলপার আহত হয়েছেন। দুপুরে নড়াইল থেকে একটি ট্রাকে যশোর অভিমুখে আসার সময় চাড়াভিটা বাজারে পৌঁছুলে এ দুর্ঘটনা ঘটে। হাকিম নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামের শহিদুল ইসলামের পুত্র। হাসপাতালে ভর্তি করার পর ওই ৩ জনের অবস্থার অবনতি ঘটে। তখন তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এছাড়া গতকাল বিকেল ৪টার দিকে যশোর ছুটিপুর সড়কের সুজলপুর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইকরামুল ইসলাম (৫৫) নামে এক ডিম ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার কাছে কোয়েল পাখির ২ হাজার ৫শ ডিম ছিল। যার মূল্য ৪ হাজার ৫শ টাকা। দুর্ঘটনার সময় ওই ডিম ভেঙে যায় বলে আহত ইকরামুল ইসলাম জানিয়েছেন। ইকরামুল ইসলামের বাড়ি সদর উপজেলার আমদাবাদ গ্রামে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।