শার্শায় ঘর জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার নামাজ গ্রাম থেকে ওলিয়ার রহমান খোকন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘর জামাই থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ওলিয়ার রহমান খোকনের বাড়ি শার্শা সদরে। পিতা মৃত রনক আলী। তার ভাই বাবু জানিয়েছেন, ওলিয়ার রহমান বেনাপোল স্থলবন্দরে বর্ডারম্যান হিসেবে কাজ করতেন এবং নামাজ গ্রামে মৃত তকিমুদ্দিনের কন্যা সোনাভান খাতুনকে বিয়ে করে সেখানে ঘর জামাই থাকতেন। সেখানে থাকাকালে স্ত্রী সোনাভানের সাথে তার ভাল সম্পর্ক ছিল না। সোনাভান বেপরোয়াভাবে চলাচল করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। পরে গত শুক্রবার বিকেলে বাড়ির কাছে স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তির আমবাগানে গাছের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান তার লাশ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান। গতকাল লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। মৃতের ভাই বাবুর অভিযোগ, বেপরোয়া স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে ওলিয়ার রহমান খোকনের মৃত্যু হয়েছে। বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বলছেন, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।