ফিক্সিং সন্দেহে পাঁঁচ ম্যাচ, দুই ক্লাবকে চিঠি

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ৫টি ম্যাচ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বাফুফের সন্দেহ এই ৫ ম্যাচে দুটি ক্লাব ফিক্সিং করেছে। যে কারণে বাফুফে ম্যাচ ৫টি ম্যাচ নিয়ে আলাদা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যে দুই ক্লাবকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তাদেরকে চিঠি দিয়ে ম্যাচের বিষয়ে ব্যাখা চেয়েছে বাফুফে। যে ম্যাচগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেগুলো হচ্ছে- আরামবাগ বনাম আবাহনী, আরামবাগ বনাম শেখ রাসেল, আরামবাগ বনাম মোহামেডান, ব্রাদার্স বনাম বসুন্ধরা কিংস ও ব্রাদার্স বনাম আবাহনী।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা কয়েকদিন ধরে কাজ করছি। আরামবাগ ও ব্রাদার্সের বিপক্ষে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকায় তাদের কাছে অনলাইন বেটিং সংক্রান্ত ব্যাখ্যা চেয়েছি। তাদের জবাবও পেয়েছি। তবে আরো সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তাদের কাছে আরো ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়গুলো নিয়ে একটা পর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাতানো খেলা সংক্রান্ত যে কমিটি রয়েছে তারাও এটা নিয়ে কাজ করবে। আমরা এখন আরামবাগ ক্রীড়া সংঘের ৩টি ও ব্রাদার্সের ২ টি- মোট ৫ ম্যাচ নিয়ে কাজ করছি। আমরা নিশ্চিত করছি, ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী পাতানো খেলা প্রসঙ্গে বাফুফে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’