মসজিদে মাইকিং করে জাবি ছাত্রদের উপর হামলায় আহত বেড়ে ৪০

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ গত বছরের মার্চ থেকে। আবাসিক হল বন্ধ থাকায় প্রচুর শিক্ষার্থী এখন বাসা ভাড়া নিয়ে থাকছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোয়। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গেরুয়া এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। এতে গুরুতর আহত হয়েছেন ৭ জন শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রায় ৪০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ডাক্তার মাহবুব আলম বলেন, আমরা এখন পর্যন্ত ৪০ জন এর মতো শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদের অধিকাংশই মাথা, হাত, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। দুইজনকে সাভার এনাম মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। রাত সাড়ে ৭টার দিকে শুরু হয় জাবি শিক্ষার্থীদের উপর হামলা। জাবি শিক্ষার্থীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের উপর আক্রমণ করার জন্য মাইকিংও করা হয় স্থানীয় মসজিদের মাইক থেকে। আকস্মিক হামলায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যার যার ভাড়া বাসায় আশ্রয় নেয়। স্থানীয়রা এসব বাসার সামনে অবস্থান নিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। সর্বশেষ রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গেরুয়ায় অবরুদ্ধ শিক্ষার্থীদের বের করে আনতে গেরুয়ার প্রবেশমুখে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। গেরুয়াবাসী এবং জাবি শিক্ষার্থীদের মধ্যে চলছে ইট-পাটকেল ছোড়াছুড়ি। সময়ের সাথে সাথে আরো অবনতি ঘটছে পরিস্থিতির। মাত্র ১৫-২০ জন পুলিশ ঘটনাস্থলে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। এদিকে, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেছেন, “বিশ্ববিদ্যালয় গেইটের বাইরে আমার প্রক্টর এবং নিরাপত্তা কর্মীদের কিছু করার নেই। পুলিশ মোতায়েনের জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় কথা বলছি আমি। শিক্ষার্থীদের শান্ত হতে বলো। তাদেরকে বাসায় পাঠিয়ে দাও।” কিন্তু বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলছেন, প্রচুর শিক্ষার্থী বাসা ভাড়া নিয়ে গেরুয়ায় অবস্থান করছে। এমন পরিস্থিতির পর তারা কেউই এখানে আর নিরপদ নয়। অবিলম্বে হল খুলে দেওয়ার দাবি তুলছেন তারা।