রামপালে নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের জিডি

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে ষড়যন্ত্রমূলক অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে হয়রানির চেষ্টার অভিযোগে নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন প্রধান শিক অমলেশ রায়। জিডি নং ৫৭১, তারিখ ১৫-০২-২০২১। রোববার জিডিতে করা অভিযোগে তিনি জানান, কে বা কারা তার ভেরিফায়েড আইডি হ্যাক করে একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয় এবং গত ৮ ফেব্রুয়ারি তারিখে কে বা কারা রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করে। ওই লিখিত অভিযোগে তিলক, জয়দেব, গৌতম, চৈতন্য ও তুলশিকে অভিযোগ করা হয়। এটা তিনি করেননি বলে দাবী করেন। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।