আশাশুনির বুধহাটায় ইরাবতি ইটভাটার অবৈধ ঘর অপসারণ

0

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা॥ আশাশুনির বুধহাটায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)‘র বেড়িবাঁধে ইরাবতি ইটভাটার অবৈধ পাকাঘর অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘর অপসারণ করা হয়। সূত্রমতে,উপজেলার বুধহাটায় সম্প্রতি ইরাবতি ব্রিক্স পাউবোর বেড়িবাঁধের স্লাব অবৈধ দখল নিয়ে পাকা ঘর নির্মাণ করে। বিষয়টি নিয়ে বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এ খবরে পরদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাউবোর বাঁধের মাটি অবৈধভাবে কাটায়, পাকাঘর নির্মাণ ও ইটভাটায় ভরাট কাজ করায় মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন। সাথে সাথে অবৈধ স্থাপনা অপসারণে ভাটা মালিককে নির্দেশনা ও পাউবো কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। পাউবোর পক্ষ হতে কয়েকবার ভাটা কর্তৃপক্ষকে ঘরের কার্যক্রম বন্ধসহ অপসারণের জন্য নোটিশ করা হয়। ভাটা কর্তৃপক্ষ তালবাহনা করে ও প্রভাব খাটিয়ে সময় ক্ষেপণ করে ঘর নির্মাণ করেন। এক পর্যায়ে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী বকুল চন্দ্র পাল, এসও ছাবিউর রহমান, রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ কর্মচারী ও ফোর্স নিয়ে অবৈধ স্থাপনা অপসারণে ভাটায় উপস্থিত হন। পরে ঘর মালিক সে ঘর অপসারণ করেন।