যশোরে মানবপাচার মামলায় যুবকের ৫ বছরেরর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মানবপাচার মামলায় রাজু খাঁ নামে এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার মানবপাচার দমন ট্রাইব্যুনাল-২ (জেলা ও দায়রা জজ) এর বিচারক নীলুফার শিরিন এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত রাজু খাঁ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শ্রীরামপুর গ্রামের সলেমান খাঁ’র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি-২ অ্যাড. মোস্তাফিজুর রহমান মুকুল। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ আগস্ট দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা বাজার থেকে পাচারের জন্য নিয়ে আসা দুটি মেয়েকে উদ্ধার এবং পাচারকারী রাজু খাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে মেয়ে দুটি জানায়, তারা যশোর শহরের রেলগেট তেঁতুলতলা ও শংকরপুরের বাসিন্দা। আটক রাজু খাঁ ও তার সহযোগীরা তাদের ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছিল। এ ঘটনরায় পুলিশ আটক রাজু খাঁকে আসামি করে পাচার প্রতিরোধ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করে। এ মামলায় আসামি রাজু খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।