রেলবাজারে চাঁদাবাজি,জাফরসহ ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর রেলবাজারে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির ঘটনায় গণপিটুনির শিকার জাফরসহ ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ছুরিকাহত ব্যবসায়ী জামাল হক এই মামলা করেছেন। আসামিরা হচ্ছে শহরের আশ্রম রোডের আব্দুল হান্নান টুনুর ছেলে সন্ত্রাসী জাফর, ইজিবাইক চালক আলীর দুই ছেলে মেহেদী ও আসিফ, শংকরপুরের নবীর ছেলে রুবেল, আশ্রম রোড মহিলা মাদ্রাসা এলাকার সামাদের ছেলে ভোলা, ষষ্ঠীতলার ভাঙড়ি রফিকের ছেলে ফয়সাল ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে বাপ্পি।
জামাল হক মামলায় অভিযোগ করেছেন, তিনি রেলবাজারে মাছের ব্যবসা করেন। তার বড়ভাই আব্বাস আলী একই বাজারে খাজনা আদায়কারী হিসেবে কাজ করেন। আসামিরা বেশ কিছুদিন ধরে বড়ভাই আব্বাস আলীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। কিন্তু চাঁদা না দেয়ায় তারা তাদের দুই ভাইকে হত্যার হুমকি দেয়। গত ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে ব্যবসায়ী জামাল হক বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাজারের পূর্ব পাশে মাছ ব্যবসায়ী বাপ্পীর দোকানের সামনে পৌঁছানো মাত্র আসামিরা তার ওপর চড়াও হয় এবং পূর্বের দাবিকৃত চাঁদার ৫০ হাজার টাকা দিতে বলে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় সেলিম নামে আরেক ব্যক্তি ঠেকাতে এলে তাকেও মারপিট ও ছুরিকাঘাত করে আসামিরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এবং বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জাফর নামে একজন ধরা পড়ে। পরে জাফরকে লোকজন মারধর করেন। অপরদিকে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার জাফরের মা শাহিদা বেগম কোতয়ালি থানায় আরেকটি মামলা করেছেন । মামলায় তার ছেলেকে মারধরের অভিযোগে অজ্ঞাতনামা ৮/১০জনকে আসামি করেছেন তিনি।