কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমান

0

কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা॥ সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। আদালত সুত্রে জানাযায়, কালীগঞ্জ উপজেলার ত্রিলেচানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজরে সরকারের নির্দেশ অমান্য করে কিন্ডার গার্ডেন পরিচালনা করে আসছিল ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কেরামত আলী। উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে গেলে সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমান করেন।