কালীগঞ্জে ৯ যানবাহনের নামে মামলা ও জরিমানা

0

কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহ কালীগঞ্জে এবার মহাসড়কে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ অভিয়ানে যাত্রীবাহি গড়াই ও রপসা পরিবহন সহ ৯ টি যানবাহনে মামলা ও সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট সূবর্ণা রানী সাহা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান সহ থানার পুলিশ ফোস উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট সূবর্ণা রানী সাহা জানান,ইদানিং মহাসড়কে দূর্ঘটনা বেড়েই চোলেছে। পরিবহন চালকদের প্রতিযোগিতা মুলক বেপরোগা গতিতে যানচলাচলের মুল দূর্ঘটনার কারন। যানবাহন চলাচলে শৃংখলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ অভিজান অব্যাহত থাকবে।