যুক্তরাষ্ট্রের চাপে ইরান আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-চীনের

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক প্রকল্প বলেছেন, যদি চুক্তি অনুযায়ী পারমাণবিক প্রকল্প থেকে সরে আগের অবস্থানে যায় তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে টানাপড়েনের মধ্যেই রাশিয়া ও চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্কের দিকে ঝুঁকছে ইরান। খবর নিউজ উইকের। বলা হচ্ছে, তেহরান মার্কিন চাপ মোকাবিলায় মিত্রদের দ্বারস্থ হচ্ছে। একই সঙ্গে সৌদি আরব ও ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের আঞ্চলিক হুমকি মোকাবিলাও করছে তারা। উল্লেখ্য, ২০১৫ সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের আগে ধুঁকছিল ইরানের অর্থনীতি। চুক্তির পর ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিজেদের প্রত্যাহার করে নিলে আবারও নিষেধাজ্ঞা বহাল হয়।