জিয়ার খেতাব বাতিলের প্রস্তাবে চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শনিবার (১৩ ফেব্রুয়ারি) নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধে পথ দেখিয়েছেন। তিনি সরকারের অধীনস্থ হওয়ার পরও বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং সেনাবাহিনীকে সংগঠিত করেছেন। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক না কেন, মহান মুক্তিযুদ্ধে তার এই বীরত্বপূর্ণ অবদান এদেশের মানুষ কোনো দিন ভুলবে না।’
বিএনপিকে মুক্তিযুদ্ধের দল দাবি করে খসরু আরও বলেন, ‘বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগে তার অর্ধেকও নেই। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে এক বছরের মধ্যে পতন করা হবে। আল জাজিরা রিপোর্টে সরকারের ভেতরের খবর প্রকাশিত হয়েছে। সরকার এই ইস্যুকে আড়াল করতে জিয়াউর রহমানের বীর উত্তম উপাধি নিয়ে রাজনীতি করছে।’ এছাড়া সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এদিকে সিটি নির্বাচনের পর চট্টগ্রাম বিএনপির এ সমাবেশ ঘিরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয় বলে জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।