চৌগাছা পৌরনির্বাচনের এক দিন আগে ‘মক’ ভোটের ব্যবস্থা, উপস্থিতি কম

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ গতকাল শুক্রবার চৌগাছা পৌরসভায় মক(অনুশীলন) ভোট অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্র“য়ারি এখানে নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। প্রথমবারের মতো এই পদ্ধতিতে ভোট হবে তাই ভোটারদেরকে বিষয়টি সম্পর্কে অবগিত করার জন্যে ১০ টি কেন্দ্রে এই মক ভোটের আয়োজন করে নির্বাচন অফিস। আজকের দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌগাছা পৌরসভা নির্বাচন। এবারই প্রথম ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইভিএম মেশিনও চলে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। ইলিকট্রনিক্্র ভোটিং মেশিন ইভিএমএ প্রথম ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের একদিন আগে গতকাল শুক্রবার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের জন্য মক ভোটের ব্যবস্থা করা হয়। ১০টি কেন্দ্রের ১০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা স্ব স্ব কেন্দ্রে উপস্থিত থেকে ভোটারদের ইভিএমে কীভাবে ভোট প্রদান করবে তা শিখিয়ে দেন। এদিন দুপুর ১২ টার দিকে ৬নং ওয়ার্ডের এলাহি বক্্র হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে যেয়ে দেখা যায় মোস্তাফিজুর রহমান নামে একজন তরুণ ভোটার ইভিএমে ভোট প্রদান শিখতে এসেছেন। এই ভোটার জানান, নতুন পদ্ধতিতে ভোট দেবো তাই আগে ভাগেই ভোট দেয়ার পদ্ধতি জানতে এসেছি। এই কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ১৩ জন ভোটার আসেন ইভিএম এ ভোট দেয়া সম্পর্কে জানতে। অনুররূপভাবে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও সবুজ কুড়ি কিন্ডার স্কুল কেন্দ্রে যেয়ে দেখা যায়, কেন্দ্র দুটির একটিতে ৩৪ অপরটিতে ৪ জন ভোটার এসেছেন মক ভোট দিতে। সবুজ কুড়ি কিন্ডার স্কুলে দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হক জানান, ইভিএমএ ভোটাররা ভোট না দিলেও তারা এ সম্পর্কে বেশ অবগত, হয়ত সে কারণে মক ভোটে উপস্থিতির হার খুব ভালোনা। তবে নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা বলেন, পৌরসভার ভোটাররা অত্যন্ত সচেতন তাই ইভিএমে ভোট দিতে ভোটারদের কোন সমস্যা হবেনা এ কারণেই সকালে উপস্থিতি কম। তবে দুপুরের পরে মক ভোট দিতে আসা ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।