ঝিকরগাছায় বিএনপি নেতা রানার ইন্তিকাল : অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আওয়াল উল ইসলাম রানা বৃহস্পতিবার গভীর রাতে যশোর করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও এক কণ্যা সন্তার রেখে গেছেন। এদিকে বিএনপি নেতা আওয়াল উল ইসলাম রানার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বাদজুম্মা পারবাজার হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে বারবাকপুরে গ্রামের বাড়িতে পরিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মাহামুদ। জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করেন, তার একমাত্র পুত্র তামজিদুল ইসলাম, জামাতা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি ও হাফেজ মুরাদ হোসেন। জানাজায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান জেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খাঁন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, ইউপি চেয়ারম্যান নওশের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, হুমায়ুন কবীর, রাশেদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আব্দুস সাত্তার, কাউন্সিলর গোলাম কাদের বাবলু, এনামুল হক, ইসমাইল হোসেন সোহাগ, বিএনপি নেতা কাউন্সিলর মতিয়ার রহমান, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, সাবেক যুবলীগ নেতা খাইরুল হুদা রাসেল, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মোনাজ্জেল হোসেন লিটন, নাজমুল হক নাজু, তরিকুল ইসলাম, শাহাজাহান আলী, আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মরহুম আওয়াল উল ইসলাম রানা গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রবিউল ইসলামের ছেলে।