ভারতে সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে মামলা, পরে নাম প্রত্যাহার

    0

    লোকসমাজ ডেস্ক॥ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারানসির পুলিশ গত সপ্তাহে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এবং প্রতিষ্ঠানটির আরো ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা (এফআইআর) গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করে নির্মিত একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। তবে পরে পিচাইয়ের নাম মামলার আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ।
    এ মামলার তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে ফোনে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ার কারণেই সুন্দর পিচাই এবং গুগলের আরো তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার নাম অভিযোগ থেকে বাদ দেয়া হয়েছে।
    জানা গেছে, স্থানীয় এক বাসিন্দার অভিযোগের পরেই পুলিশ সেটিকে এফআইআর হিসেবে গ্রহণ করে। ওই ব্যক্তির অভিযোগ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং পরে ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেটিতে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। এই ভিডিও নিয়ে আপত্তি করার কারণে তাকে হুমকি দিয়ে সেলফোনে সাড়ে ৮ হাজার কল এসেছে। বলে তার দাবি ভিডিওটি এরই মধ্যে পাঁচ লাখেরও বেশিবার দেখা হয়েছে ।
    গত ৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভেলুপুর থানায় দায়ের করা মামলায় সুন্দর পিচাই ছাড়াও ভারতের গুগলের কয়েক জন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে । এফআইআরে অন্য আসামিতের মধ্যে রয়েছেন গাজীপুর জেলার কয়েকজন সংগীতশিল্পী যারা মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন, একটি রেকর্ডিং স্টুডিও এবং একটি স্থানীয় সংগীত প্রযোজনা সংস্থা।
    অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের দিনই গুগল কর্মকর্তাদের নাম বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে অন্যান্য বিষয়ে তদন্ত চলবে।