কৃষকনেতা শুকুর আলীর স্মরণসভা কুয়াদায় আজ

0

কৃষকনেতা শুকুর আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আজ শুক্রবার বিকেলে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা বাজারে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০ টায় যশোর সদরের সিরাজ সিংহ গ্রামে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখা কর্মসূচি সফল করতে সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে।
কৃষকনেতা শুকুর আলী ২০১৫ সালের ১২ ফেব্র“য়ারি ফুসফুসের ক্যান্সারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৫২ সালের ১০ এপ্রিল যশোর সদরের সিরাজ সিংহ গ্রামে এক নি¤œমধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ পরবর্তী সময়ে প্রগতিশীল রাজনীতির সাথে সংশ্লিষ্ট হন তিনি। কৃষকনেতা শুকুর আলী যৌবনে উপলব্ধি করেছিলেন যে জনগণের মুক্তির জন্য সমাজ বদলানো দরকার তখন থেকে সারা জীবন তিনি সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে অগ্রসর করার েেত্র অবিচল থেকে ধারাবাহিক দৃঢ় ভূমিকা রেখেছেন। তিনি কৃষক-শ্রমিক-মেহনতী জনতার দাবি ও অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থেকে প্রত্য ভূমিকা রেখেছেন। রাজনৈতিক জীবনে সুবিধাবাদ ও আপোষের বিরুদ্ধে দাঁড়িয়ে সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করার বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। শ্রমিক-কৃষক মেহনতী জনতার দরদি বন্ধু এবং কৃষক-জনতার এই আপোষহীন নেতা আমৃত্যু ভাববাদের বিরুদ্ধে বস্তুবাদী মতাদর্শকে আঁকড়ে ধরে নিজ জীবনসহ সামগ্রিকভাবে তা প্রতিষ্ঠায় অবিচল ছিলেন। বিজ্ঞপ্তি