কলারোয়ায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

0

কলারোয়া ( সাতীরা) সংবাদদাতা ॥ কলারোয়া উপজেলায় অগ্নিকাণ্ডে জনৈক লাল্টু ইসলামের বসতবাড়ির আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারসংলগ্ন আব্দুল গফ্ফারের ছেলে লাল্টু ইসলামের বাড়ি এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ লাল্টু ইসলাম জানান, দুই ক বিশিষ্ট ঘরের একটির আসবাবত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর আগেই ঘরে থাকা ৬৫ হাজার টাকাসহ আসবাবত্র পুড়ে যায়।