যশোরে করোনা টিকা নেয়ার সংখ্যা বাড়ছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল একদিনে ৪ হাজার ৩৭ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে গত ৪ দিনে জেলায় মোট করোনার টিকা ভ্যাকসিন নিয়েছেন ৮ হাজার ৮শ ৬৩ জন। করোনার টিকা গ্রহণকারীদের ভেতর ২ হাজার ৩শ ৫৩ জন নারী। যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, করোনার টিকা গ্রহণকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ তাদের শঙ্কা কাটিয়ে এখন নির্ভয়ে টিকা নিচ্ছেন। গতকাল (১১ ফেব্রুয়ারি) যশোর জেলা ১১টি টিকাদার কেন্দ্রে মোট ৪ হাজার ৩৭ জন করোনার টিকা নিয়েছেন। এর ভেতর ২ হাজার ৮শ ২৯ জন পুরুষ ও ১ হাজার ১শ ৮ জন নারী। যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে ১ হাজার ৯শ ৮৮ জন নারী ও পুরুষ টিকা নিয়েছেন। হাসপাতাল ও যশোর সদর উপজেলা মিলে মোট টিকা নিয়েছেন ২ হাজার ২শ ২১ জন। এর মধ্যে যশোর সিএমএইচ, বিমানবাহিনীর স্কোয়াড্রন শাখা ও পুলিশ হাসপাতাল রয়েছে। জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা ১ হাজার ৮শ ১৬ জন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা দিয়েছেন ৩শ ১০ জন। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেন ৯০ জন।
অনুরূপভাবে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২শ ২০ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২শ ৭০ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২শ ৩ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২শ ৫৩ জন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪শ ৭০ জন একদিনে করোনার টিকা দিয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টিকা প্রদানের কাজ শুরু হয়। ওইদিন থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিনে ৪ হাজার ৯শ ২৬ জন করোনার টিকা গ্রহণ করেন। সে মোতাবেক যে সংখ্যক লোক টিকা নিয়েছেন। ১১ ফেব্রুয়ারি একইদিনে প্রায় অর্ধেক লোক টিকা নিয়েছেন, করোনার টিকা গ্রহণকারীদের সংখ্যা যেমন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তেমন গত দু’দিন ধরে বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ১১ ফেব্রুয়ারি ৪৭টি নমুনা পরীক্ষায় ১০ জন এবং ১০ ফেব্রুয়ারি ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত মার্চের পর থেকে যশোরে এ পর্যন্ত মোট ৪ হাজার ৭শ ৭০ জন করোনায় আক্রান্ত হন। একদিকে করোনায় আক্রান্তের সংখ্যা দু’দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। অন্য দিকে করোনা প্রতিরোধে বাড়ছে করোনা টিকা গ্রহণকারীদের সংখ্যা।