যশোরে যৌন নিপীড়নের মামলায় যুবকের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কলেজছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে ইমরান খাঁ নামে এক যুবকের ৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) টি এম মুসা এ রায় প্রদান করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দ-প্রাপ্ত ইমরান খাঁ অভয়নগর উপজেলার কাপাশহাটি গ্রামের শামসুর খাঁ’র ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের একজন কলেজছাত্রীকে উত্ত্যক্ত করতে আসামি ইমরান খাঁ। ২০১৩ সালের ৭ মার্চ বিকেলে ওই মেয়ের বাড়িতে ঢুকে তার যৌন নিপীড়ন চালান। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে লম্পট ইমরান খাঁ পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির পরিবার অভয়নগর থানায় একটি মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক উল্লিখিত দণ্ডাদেশ দেন।