যশোরে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন দণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের একটি মামলায় আল-আমিন হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম ইদ্রিস আলী। দণ্ডপ্রাপ্ত আল-আমিন হোসেন শার্শা উপজেলার গয়ড়া বাওড়কান্দার হারুনার রশীদ মালিথার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগস্ট বিকেল ৫টার দিকে শার্শা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজারের জনৈক মান্নানের মোটরসাইকেল গ্যারেজের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশ আল-আমিন হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছ থেকে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানার এসআই আবুল হোসেন মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে আসামি আল-আমিন হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রোকুনুজ্জামান। এ মামলায় আসামি আল-আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত কারাদণ্ড প্রদান করেন।