বাগেরহাটে নারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্লক বাটিক প্রিন্টিং বিষয়ে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বাগেরহাট ফাউন্ডেশন মিলনায়তনে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবপ্রসাদ পাল। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নের মোট ২০ জন নারী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন করতে হলে আগে নারীদের স্বাবলম্বী হতে হবে। সেজন্য
কর্মসংস্থানের বিকল্প নেই। মহিলা বিষয়ক অধিদফতরের বাগেরহাট সদর উপজেলা কর্মকর্তা মনোয়ারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, নারী উন্নয়ন ফোরামে সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার।