যশোর পৌরসভা নির্বাচন প্রার্থিতা ফিরে পেলেন মারুফুল ইসলাম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মারুফুল ইসলামের নির্বাচনে অংশ নিতে কোন বাধা রইলো না। গতকাল বুধবার উচ্চ আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ঢাকা থেকে তার আইনজীবী হাজী আনিছুর রহমান মুকুল মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মনোনয়নপত্র বৈধতা চেয়ে উচ্চ আদালতের ২৭ নম্বর মেইন দ্বৈত থেকে তারা রিটপিটিশন দাখিল করেন। গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। মারুফুল ইসলামের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ফারজানা শারমিন পুতুল, দেবাশীষ দাস, প্রাগ্যপারমিতা রায়, ইমরান খান রনি, ব্যারিস্টার সাকিবুজ্জামান ও হাজী আনিছুর রহমান মুকুল যুক্তিতর্ক উপস্থাপন করেন। দুই বিচারপতি তাদের যুক্তি তর্ক শুনে রুল ইস্যু করেন। তারা আপিলের আদেশ স্থগিতের আদেশ প্রদান করেন। পাশাপাশি যশোর জেলা প্রশাসক ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে মারুফুল ইসলামের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণার নির্দেশ দেন। পাশাপাশি তাকে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ প্রদানসহ চাহিদামত প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। রায় প্রদানের সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মারুফুল ইসলাম। তিনি এই প্রতিবেদককে রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। আদালত চত্বরে তার সাথে ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন প্রমুখ।
উল্লেখ্য, এনসিসি ব্যাংক যশোর শাখার ভুলে খেলাপি না হয়েও খেলাপি দেখানোর কারণে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই বাতিল হয়ে যায়। পরে আপিলেও প্রার্থিতা বাতিল হয়ে যায়।