“বাঘারপাড়ায় ধানের শীষের কর্মী সমর্থকদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক তান্ডব”

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সন্ত্রাসীরা ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের বাড়িতে ব্যাপক তান্ডব চালিয়েছে। গতকাল বুধবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আব্দুল হাই মনা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নির্বাচনে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। এতে আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান বাচ্চু দিশেহারা হয়ে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে মঙ্গলবার গভীর রাতে বিএনপি কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি তান্ডব চালিয়েছে। ওইদিন রাতে শতাধিক মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা ধানের শীষের কর্মী আবু হুরাইয়া আশা, হাসান আলী, মো. আনোয়ার হোসেন, মো. বাবুল আক্তার, আবু তালেব, মতিয়ার রহমান, বাহারুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্র সহকারে তান্ডব চালায়। সন্ত্রাসীরা তাদের বাড়ি, ঘর, আসবাবপত্র ভাঙচুরসহ পুরুষ, মহিলাদের হুমকি-ধামকি প্রদান করে। সন্ত্রাসীদের এমন তান্ডবে বাঘারপাড়া সদরসহ গোটা এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের তান্ডব চলাকালে সাধারণ মানুষ মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করে। সেখান থেকে ফিরে সন্ত্রাসীরা ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা প্রচারণা চালায় এবং বিএনপির অর্ধশত নেতা-কর্মীর নামে সাজানো মামলা দায়ের করে। সন্ত্রাসীদের মধ্যে ছিল ফয়সাল, ফরিদ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, রাসেল, কানা বাবু, রানা, সুজন, তরিকুল ইসলাম, ওমান, চয়ন হোসেন, রবিউল ইসলাম খুরশিদ, হাফিজুর রহমান, বাবুল কুমার সাহা, রিয়েল, সোহেল, আবির কাদের, পলাশসহ প্রায় দুই বহিরাগত।
তিনি বলেন, একটি নির্বাচনী সভার পর সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠে সেই সভায় সরকার দলীয় একজন প্রভাশালী জনপ্রতিনিধিও অংশ নেন। ভোট ডাকাতির করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণের আগে সন্ত্রাসীরা এই তান্ডব চালিয়েছে। অতীতে দেশের বিভিন্ন স্থানে যেভাবে ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ভোট ডাকাতি করা হয়েছে। এই নির্বাচনেও পুনরাবৃত্তি ঘটনার লক্ষ্যে আগেভাগে তান্ডব চালানো হয়েছে। তিনি সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্নের জন্যে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আব্দুল হাই মনা বলেন, তিনি নিজেও প্রার্থী হয়েও চরম আতঙ্কের মধ্যে আছেন। ইতিপূর্বে তার বাড়িতে অর্ধশতাধিক সন্ত্রাসী গিয়ে ব্যাপক তান্ডব চালায়। এ সময় আমাকে হুমকি দিয়ে বলেন, ভোট হয়ে গেলে এলাকায় আসবি। ভোটের সময় এলাকায় দেখলে মেরে ফেলবো। বর্তমানে তিনি জীবনের চরম নিরাপত্তহীনতায় ভুগছেন।  সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, যশোর নগর বিএনপি নেতা আলী হোসেন মদন, বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা মশিয়ুর রহমান, পৌর বিএনপির নেতা মাসুদ আলম টিপু প্রমুখ।