টি-২০ বিশ্বকাপের আগে আসছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার কারণে ৭ টি সফর আর সিরিজ বাতিল হয়ে গেছে। পিছিয়ে গেছে বিশ্বকাপ টি-টোয়েন্টিও। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে ভারতে বসছে বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের আসর এবং করোনামুক্ত হলে বাংলাদেশের মাটিতে তিন তিনটি সিরিজ হওয়ার সম্ভাবনা প্রবল। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন, আগামী অক্টোবরে বিশ্বকাপ টি-টোয়েন্টি আসরের আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা আছে।
বুধবার সাংবাদিকদের সাথে আলাপে বিসিবির প্রধান নির্বাহী জানান, ‘আমরা অনেকগুলো অপশন এক্সপ্লোর করছি। আপনারা জানেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেহেতু ভারতে নির্ধারিত আছে অক্টোবরে, তার আগেই আমরা চেষ্টা করছি। এটা আমাদের এফটিপিতেই আছে, কয়েকটি দেশের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়াও আছে। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরের ব্যাপারে আমরা দুই বোর্ড নীতিগতভাবে সম্মত আছি। আর এভাবেই আমাদের শিডিউল করা আছে। আমরা আসলে কাজ করছি। এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। এখনো পর্যন্ত যেটা আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড বাংলাদেশ সফর করবে। এভাবেই আমাদের প্ল্যানে আছে। শোনা যাচ্ছে, আগামীতে একটি ত্রিদেশীয় আসর আয়োজনের সম্ভাবনা নাকি আছে? এ প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘নাহ, এখন পর্যন্ত কোন ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ বিসিবি সিইওর দেয়া তথ্য অনুযায়ী, ‘অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনা প্রবল। অস্ট্রেলিয়ার সাথে আমাদের তিন টেস্ট, দুই টি-টোয়েন্টি ছিল। এখন যেহেতু টি-টোয়েন্টিটা এখানে ফিট করা যাচ্ছে আমরা সেটা করছি। দুইটা টি-টোয়েন্টি বাড়িয়ে তিনটা করা হচ্ছে।’ বিসিবি প্রধান নির্বাহী আরও বলেন, ‘এর মানে এই না যে এটার বদলে ওটা, যতটুকু ফিট করা যায়। যেমন যদি টেস্ট ফিট করার জায়গা থাকতো আমরা টেস্ট ফিট করতাম। যেহেতু আমাদের ও অস্ট্রেলিয়ার সময় এভেইলেবল তিনটা ওয়ানডে, তিনটা টেস্ট অথবা তিনটা টি-টয়েন্টি খেলার। তাই আমরা টি-টোয়েন্টি ফিট করেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা আমদের জন্য ভালো প্রস্তুতি। এটা বড় সুযোগ যে বিশ্বকাপের আগেই এমন হাই প্রোফাইল একটা দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি।’