গলায় কুলের আঁটি বেঁধে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ মাগুরার শালিখা উপজেলা পাঁচবাড়িয়া গ্রামে গলায় কুলের আটি আটকে সিনথিয়া নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিনথিয়া পাঁচ কাউনিয়া গ্রামের জামাল হোসেনের কন্যা। মৃতার মাতা আম্বিয়া বেগম জানিয়েছেন, গতকাল বেলা ১১টার দিকে তার দেড় বছরের সন্তান সিনথিয়াকে বিছানায় শুইয়ে রাখেন। সেখানে কাঁদতে থাকলে তার গলার ভেতর কুলের আঁটি দেখতে পান। আঙ্গুল দিয়ে আঁটি বের করার চেষ্টা করলেও কোন কাজ হয়নি। উপয়ান্তর না পেয়ে সিনথিয়াকে বেলা ১১টা ৪২ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক আহমেদ-তারেক শামস্ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ডা: আহমেদ তারেক শামস বলেন, শিশুটির নাকে ও গলার ভেতর রক্ত রয়েছে। মৃতার পিতা তাকে জানিয়েছে গলায় কুলের আঁটি বেঁধে গেছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। শিশুটির মৃত্যুর পর অসংখ্য মানুষ হাসপাতাল মর্গে ভীড় জমান। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তবে, বিছানায় কিভাবে কুলের আঁটি এলো আর কিভাবে তার মুখে গেল বিষয়টি তার পিতা-মাতা বলতে পারেননি। ময়নাতদন্তে আপত্তি থাকায় অভিভাবকরা বিনা ময়না তদন্তে লাশ নিজ বাড়িতে নিয়ে যান।