খুলনায় বই প্রতীকের সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ

0

খুলনা মহানগরীর সংরক্ষিত আসন ১০ (২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের) এর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে মঙ্গলবার বিকেলে ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর গেদোন পাড়া ও খ্রিষ্টান পাড়া এলাকায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গণসংযোগ করেন। এ সময় প্রার্থীও এই গণসংযোগে ছিলেন। সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সাথে অন্যান্যের মধ্যে ছিলেন রেহানা ঈসা, ইউসুফ হারুন মজনু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মাজেদা খাতুন, আনজিরা বেগম, আফরোজা বেগম, লায়লা, লাকি, রেহেনা ইসলাম, পারভিন বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর হাজী মহসীন রোড, আরজান আলী লেন, টিবি ক্রস রোড ও বাই লেনে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু, কেএম মাহবুব আলম, কবির বিশ্বাস, শিখা, আঞ্জুমান আরা, মাহাদী হাসান সুমন, জামিলা তহমিনা প্রমুখ। এছাড়া মহানগর তাঁতীদলের পক্ষ থেকেও অনুরূপভাবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর খানজাহান আলী রোড, ফায়ার ব্রিগেড রোড, টুটপাড়া কবরসান রোডের আংশিক, সাহাদাৎ আলী সড়ক ও ঘোষের ভিটার বিভিন্ন বাই লেন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো. রিয়াজুর রহমান, সেলিম বড় মিয়া ও দেলোয়ার মাতুব্বার, মোল্যা আলী আহমেদ, আসিফ ইকবাল, মাসুদ রেজা, মুনসুর আলী, আলী আজগর, মো. ইউনুস আলী, সালাউদ্দিন সুইট, ফয়সালুর রহমান স্বপন, সামসুর রহমান প্রমুখ। –বিজ্ঞপ্তি