খাজুরায় ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

অপরদিকে খাজুরা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের খাজুরায় ৫১ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া থেকে তাকে আটক করা হয়। কামাল হোসেন যশোর সদর উপজেলার তেজরোল গ্রামের আব্দুল গণি বিশ^াসের ছেলে। খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেলীধান্যপুড়ার মনোজিৎ ঘোষের মিষ্টির দোকানের পাশে মাদক বেচাকেনা হচ্ছে। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিষ্টির দোকানের সামনে থেকে কামাল হোসেনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এছাড়া বাগআঁচড়া(শার্শা) সংবাদদাতা জানান, শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও ইজিবাইকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী রয়েছেন। মঙ্গলবার দুপুরে বাগআঁচড়া এলাকার মহিষকুড়া পাঁকা রাস্তার ওপর থেকে নাসিমা খাতুন (৫০) ও ইমরান হোসেন (৪২) নামে দুজনকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করে বাগআঁচড়া পুলিশ। এসময় তাদের ইজিবাইকটিও জব্দ করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, নিয়মিত টহল দেয়ার সময় বালুন্ডা – জামতলা সড়কের মহিষাকুড়া এলাকায় ইজিবাইকে চড়ে পায়ে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক মহিলাকে জামতলা বাজারের দিকে আসতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় মহিলার কথা বার্তায় সন্দেহ হলে তার পায়ের ব্যান্ডেজ খুলতে বললে তার ভেতর থেকে ২৩ বোতল ফেনসিডিল বেরিয়ে আসে। সে পায়ে আঘাতের কারণে গোগায় কবিরাজ বাড়িতে গিয়েছিলো বলে পুলিশকে প্রথমে জানায়। আটক নাসিমা যশোর রেলগেট কয়লা পট্টি এলাকার মৃত সাগরের স্ত্রী ও ইমরান হোসেন শার্শা থানার গোপালপুর গ্রামের সলেমান মোড়লের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।