ক্যাম্পেইনে পুলিশ কর্মকর্তারা : যশোরে সন্ধ্যার পর বাইরে না থাকার পরামর্শ কিশোরদের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরাধ নিয়ন্ত্রণে সন্ধ্যার পর কোথাও কোনো প্রকার আড্ডা না দেওয়ার জন্য কিশোরদের সতর্ক করে দেয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের খোঁজখজর নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, যশোর শহর ও শহরতলীতে কিশোরদের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ এবং ডিবি পুলিশের পক্ষ থেকে গত সোমবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে ক্যাম্পেইন চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল গোলাম রব্বানী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অপু সরোয়ার যশোর টাউন হল মাঠসহ শহরের বিভিন্ন স্থানে গিয়ে উপস্থিত কিশোরদের কোনো কারণ ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করে দেন। ডিবি পুলিশেরও একটি টিম কিশোর অপরাধ নিয়ন্ত্রণে অনুরূপ গত সোমবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন চালায়। ডিবি পুলিশ এ সময় কিশোরদের কোনো কারণ ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে মূলত তারা কাজ করে যাচ্ছেন। এ কারণে গত সোমবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করেন। পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানেরা যাতে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের না হয় সে ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো হয়।