মহেশপুর পৌরসভা নির্বাচনে আমিরুল ইসলাম প্রার্থিতা ফিরে পেলেন

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন চুন্নু মঙ্গলবার আপিল কর্তৃপ ও ডিসি সরোজ কুমার নাথ স্বারিত বিজ্ঞপ্তিতে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার শাশ্বতী শীল এ তথ্য নিশ্চিত করেছেন। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২৮শে ফেব্রুয়ারি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আয়কর বিবরনী জমা দিতে না পারায় মেয়র প্রার্থী আমিরুল ইসলাম খাঁনের প্রার্থিতা বাতিল হয়েছিল।