যশোরের তিন উপজেলা থেকে ৯১০ পিস ইয়াবাসহ আটক ৫

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের তিন উপজেলা থেকে ৯শ’ ১০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। যশোর ডিবি পুলিশের ইনচার্জ সোমেন দাশ এক প্রেস নোটে জানান, সোমবার রাত ৭টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে যশোর সদরের বসুন্দিয়া মোড়, মণিরাম ও বাঘারপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে বসুন্দিয়া মোড়ে রাস্তার উপর থেকে মাসুদ রানা নামে এক যুবককে আটক করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাসুদ রানা সদর উপজেলার কেফায়েত নগর গ্রামের মৃত সোহরাব বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
আলাদা অভিযানে রাত সাড়ে ৯টায় মণিরামপুর উপজেলার মণিরামপুর পৌর এলাকার ঢাকুরিয়া রোডের মতিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া আকলিমা খাতুনের ঘর থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আকলিমা খাতুনকে আটক করা হয়। আকলিমা খাতুন যশোর সদরের মুড়–লি খা পাড়ার আলমগীর হোসেনে স্ত্রী। তার বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেছে ডিবি পুলিশ। এছাড়া বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রাম থেকে ১শ’ ৬০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয় একই দিন রাত ৭টা ৪৫ মিনিটে। আটক দুই জন হচ্ছে দয়ারামপুর গ্রামের মধ্যপাড়ার আইয়ুব আলীর ছেলে ইকবাল হোসেন ও একই গ্রামের পশ্চিম পাড়ার মৃত আবুল মোল্লার ছেলে সোহাগ হোসেন ও যশোর শহরের সিটি কলেজ পাড়ার মৃত হামিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার। তাদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করা হয়েছে।