বাঘারপাড়া পৌরসভা নির্বাচন নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী তাহের সিদ্দিকী

0

স্টাফ রিপোর্টার ॥ বাঘারপাড়া পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু তাহের সিদ্দিকী। মঙ্গলবার প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, নির্বাচনের চারদিন আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামানের লোকজন পরিবেশ অশান্ত করে তুলেছে। পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে কীনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়রপ্রার্থী আবু তাহের সিদ্দিকী দাবি করেন, তিনি ও তার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটের প্রচার-প্রচারণা চালাতে পারছেন না। শাসক দলের প্রার্থীর লোকজন তার পোস্টার ছিড়ে ফেলছে। সোমবার রাতে তার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা জানালার গ্রিল ভাঙচুর করে। বাড়ির লোকদের আতঙ্কিত করে তোলে। এসময় সন্ত্রাসীরা তাকে ও তার ভোটারদের এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসে। একই কায়দায় তার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেয়া হয়। তিনি বলেন, পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে যেকোনো সময়ে তার ওপর হামলা হতে পারে। তিনি জীবন নাশের হুমকিতে আছেন। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এক প্রশ্নের জবাবে আবু তাহের সিদ্দিকী বলেন, আমি বিএনপির কোনো পদে নেই। বিএনপি থেকে মনোনয়ন নেওয়ার জন্য আবেদনও করিনি। অথচ একটি কুচক্রী মহল আমাকে অপমান করার জন্য দলের নেতাদের প্রভাবিত করে বহিস্কার করেছে। সংবাদ সম্মেলনে দরাজহাট ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা ফুল মিয়া, আব্দুর রহমান মিন্টু, মফিজুর রহমান, পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।