রাজারহাটে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজারহাট এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর সদরের রাজারহাট চামড়া বাজারে এজেন্ট শাখার অগ্রগতি,গ্রাহক ও ব্যবসায়ীদের অধিক সেবা প্রদানের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী শেখ আলাউদ্দীন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যশোর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজারহাট এজেন্ট শাখা ইনচার্জ মাহফুজুর রহমান, শাখার এসপিও- সিবি ইনচার্জ মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।