ফুলতলায় নবজাতক মরদেহ উদ্ধারে হত্যা মামলা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ৫৪দিন পর থানায় হত্যা মামলা হয়েছে। থানার এসআই মধুসূদন পান্ডে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন। এজাহারে জানা যায়, গত বছর ১৩ ডিসেম্বর গাড়াখোলা গ্রামের জনৈক সামাদ সরদারের পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর আদালতের অনুমতিক্রমে ডিএনএ নমুনা ও আলামত সিআইডির সদর দফতরে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শিশুটি ভূমিষ্ট হওয়ার পর জীবিত অবস্থায় পুকুরে ফেলে দেয়ায় তার মৃত্যু ঘটে। ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা ও মামলার সার্বিক তদন্তে অজ্ঞাতনামা ব্যক্তি/ ব্যক্তিরা নবজাতককে পানিতে ফেলে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।