ফুলতলায় তাফসির মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) অফিস॥ আকিজ ফাউন্ডেশন আয়োজিত ফুলতলার বেজেরডাঙ্গায় অনুষ্ঠিতব্য আগামী ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা সোমবার বিকেলে স্থানীয় মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মাহফিল আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আ. রাজ্জাক রাজা, আওয়ামীলীগ নেতা মো. আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, শিল্পপতি আলহাজ হাসান ইমামুল হক ভুইয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. কাদের, আদদ্বীন হাসপাতালের ব্যবস্থাপক মো. হোসেন আলী, আকিজ গ্রুপের প্রতিনিধি জেসমিন সুলতানা, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকনসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। কমিটির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার সভাটি পরিচালনা করেন।