ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও সনাকের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপ ও সচেতন নাগরিক কমিটির (সনাক) মধ্যে সোমবার ভার্চ্যুয়াল সভা হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ সভায় সবাইকে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, বিগত সিদ্ধান্ত অনুসারে অক্সিজেনের বড় সিলিন্ডার ৫০টি ও ছোট সিলিন্ডার ২০টি বৃদ্ধি পেয়েছে এবং ৫টি ন্যাজাল ক্যানোলা সংযোজন হয়েছে। করোনা শুরুর প্রথমেই সবাইকে পিপিই দেয়া সম্ভব ছিলো না, বর্তমানে পর্যাপ্ত আছে এবং সবাইকে দেওয়া হচ্ছে। হাসপাতালে ভিআই ট্যাংক স্থাপন করা হচ্ছে। যাতে লিক্যুইড অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা যায়। ৩টি আইসিইউ ও ৩টি ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। করোনা স্যাম্পল কালেকশন স্থানে নির্দেশনা দৃশ্যমান করা হয়েছে এবং সনাক এর সহযোগিতায় নারী সেবা ও করোনা সেবা সম্পর্কিত পৃথক তথ্যবোর্ড স্থাপন করা হয়েছে। সনাক সহ-সভাপতি সাংবাদিক এম. সাইফুল মাবুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সভাপতি সায়েদুল আলম, সনাক এর স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক আবু তাহের, সহসভাপতি নাসরিন ইসলাম, সদস্য সুরাইয়া পারভীন মলি ও এরিয়া ম্যানেজার বখতিয়ার হোসেন।