ভারতকে ৪২০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথম ইনিংসে যতটা দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করতে পেরেছিল, দ্বিতীয় ইনিংসে ততটা পারেনি ইংল্যান্ড। বরং ভারতীয় বোলারদের তোপের মুখে অলআউট হয়ে গেছে মাত্র ১৭৮ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারত লক্ষ্য পেলে ৪২০ রানের। প্রথম ইনিংসেই ২৪১ রানে পিছিয়ে ছিল ভারতীয়রা। যে কারণে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে এত কম রান করলেও জয়ের জন্য ভারতের সামনে বিশাল লক্ষ্যই দাঁড়িয়ে গেছে। যার জবাব দিতে নেমে ২৫ রানের মাথায় ওপেনার রোহিত শর্মাকে হারিয়ে ফেলেছে ভারত।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান। দিনের খেলা এখনও প্রায় ৫ ওভার বাকি। ১৪ রান নিয়ে শুভমান গিল এবং চেতেশ্বর পুজারা ব্যাট করছেন ১১ রান নিয়ে। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের নাকানি-চুবানি খাইয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে উল্টো ইংলিশ ব্যাটসম্যানরাই অসহায় হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় বোলারদের সামনে। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন। কারণ, এই স্পিনার একাই নিয়েছেন ৬টি উইকেট। শাহবাজ নাদিম নেন ২টি এবং ইশান্ত শর্মা ও জসপ্রিত বুমরাহ নেন ১টি করে উইকেট। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক জো রুটই করেন সর্বোচ্চ ৪০ রান। এছাড়া ডোম বেজ ২৫, ওলি পোপ ২৮, জস বাটলার ২৪ এবং ড্যান লরেন্স নেন ১৮ রান। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভার মোকাবেলা করে ১৭৮ রান করেই অলআউট হয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে খেলেছিল তারা ১৯০.১ ওভার। যে কারণে তখন করতে পেরেছিল ৫৭৮ রান। দ্বিতীয় ইনিংসে খেললো মাত্র সাড়ে ৪৬ ওভার। যার ফলে ইনিংস হলো মোটে ১৮০ রানের নিচে। তবুও, ভারতকে প্রথম ইনিংসে ৩৩৭ রানে অলআউট করে দিয়ে ২৪১ রানের লিড নিয়েছিল ইংল্যান্ড।