উল্টো পথে নাবিলা

0

লোকসমাজ ডেস্ক॥চলতি সময়ের মডেল ও অভিনেত্রী নাবিলা ইসলাম। চলছেন অনেকটাই উল্টো পথে। যেখানে চলতি প্রজন্মের বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রী খণ্ড নাটকের দিকে মনোযোগী, সেখানে নাবিলা ব্যতিক্রম। তিনি ধারাবাহিক নাটকের দিকেই মনোযোগী হচ্ছেন বেশি। পাশাপাশি খণ্ড নাটক করছেন। মাছরাঙা টিভিতে প্রচার চলতি রয়েছে তার অভিনীত নাটক ‘বাকের খনি’। এর বাইরে এনটিভি’র ‘হাওয়াই মিঠাই’ এবং বিটিভি’র ‘পিছুটান’সহ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। কিন্তু ধারাবাহিকে মনোযোগী হওয়ার কারণ কি? উত্তরে নাবিলা বলেন, আমি একজন অভিনেত্রী।
গল্প ও চরিত্র নিয়ে ভাবি। প্রস্তাব আসলেও এ দু’টি বিষয় মাথায় থাকে। ধারাবাহিক না খণ্ড সেই বিষয়টি আসলে মাথাতেই থাকে না। কাজটাই মুখ্য। এরমধ্যে ধারাবাহিক নাটকের প্রস্তাব বেশি এসেছে। এগুলোর গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই কাজ করছি। আর এসব ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের সাড়াও অনেক ভালো পাচ্ছি। যার কারণে উৎসাহটা বেড়ে যাচ্ছে। আমি আসলে নিজের কাজ নিয়ে ভাবি। অন্যরা যা করছেন তা আমাকেও করতে হবে তা নয়। নাবিলা আরো বলেন, একজন অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন দর্শকদের হৃদয়ে জায়গা পাওয়াটা কঠিন কাজ। সেই কাজটাই করার চেষ্টা করছি। দেখা যাক কি হয়।