টিকা নিলেন ৩১১৬০ জন, মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া ২১

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২১ জনের। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মিজানুর রহমান স্বারিত বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়। রোববার দেশজুড়ে শুরু হয় করোনাভাইরাসের গণ টিকাদান। প্রথম দিন টিকা নেন বেশ কয়েকজন মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। টিকা নিতে আগ্রহী সবাইকে সুরা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন বলে এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন। প্রথম দিনে ঢাকায় ৩ হাজার ৭৭২ পুরুষ ও ১২১৯ নারী টিকা নেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এদিন দেশে টিকা নিয়েছেন ২৩ হাজার ৮৫৭ পুরুষ ও ৭ হাজার ৩০৩ নারী।