খালেদা জিয়ার বন্দি জীবনের আজ তিন বছরপূর্তি

0

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে আজ ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি। দীর্ঘ এ তিন বছর ধরে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগারে যাওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত বছরের ১৯ এপ্রিল সরকারের নির্বাহী আদেশে জামিন দিয়ে গুলশানের বাসভবনে পাঠিয়ে দেয়া হয় বাংলাদেশের জনপ্রিয় এই নেত্রীকে। খাতা কলমে জামিন দিলেও বাসভবনে তিনি এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছেন। নির্দিষ্ট আত্মীয়স্বজন ছাড়া কেউ দেখা করতে পারছেন তাঁর সাথে। ইচ্ছা থাকলেও তিনি বাইরে বেরুতে পারেন না। এভাবে সরকারের দেয়া নানা শর্তে আটকে আছে বেগম জিয়ার স্বাভাবিক জীবনযাত্রা। পরিবার, চিকিৎসক ও দলের নেতাদের সাথে কথা বলে জানা যায়, অসুস্থ বেগম খালেদা জিয়া চরম স্বাস্থ্যঝুঁকিতে। তাঁর আর্থারাইটিসের ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাত নড়াচড়া করতে পারেন না। হৃস্ট জয়েন্ট ফুলে গেছে, সার্ভাইক্যাল স্পন্ডিলোসিস এর জন্য কাঁধে প্রচন্ড ব্যথা, এই ব্যথা হাত পর্যন্ত রেডিয়েট করে। হিপ-জয়েন্টেও ব্যথার মাত্রা প্রচন্ড। ফলে শরীর অনেক অসুস্থ, তিনি পা তুলে ঠিক মতো হাঁটতেও পারেন না। তারপরও তিনি ঠিকমত চিকিৎসা নিতে পারছেন না।
খালেদা জিয়া কারাগারে থাকাবস্থায় ২০০৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয় দফা ক্ষমতায় আসে। এরপর থেকে বেগম জিয়ার মুক্তি বিষয়টি কার্যত ঝুলে যায়। এখন তার বড় প্রয়োজন স্থায়ী জামিন ও বিদেশে চিকিৎসাগ্রহণ। দলের চেয়ারপারসনের মুক্তি চিকিৎসা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে বিএনপি নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হলেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন; তিনি একটি আদর্শ-দর্শন একটি প্রতিষ্ঠান। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে ৯ বছর এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশবাসীর কাছে তিনি ‘আপোষহীন নেত্রী’র খেতাব অর্জন করেছেন। জনগণের ভোটে তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম জিয়ার কোটি কোটি অনুসারী সারাদেশে ছড়িয়ে রয়েছে। মা, মাটি ও মানুষের এই নেত্রী দেশের নারীদের কাছে ‘আইডল’। দেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তরুণ-তরুণীরা তাঁকে নিয়ে আগামীর স্বপ্ন বোনেন। নতুন প্রজন্ম দেখেন জেগে ওঠার স্বপ্ন। তাই সবার একটাই চাওয়া তাদের প্রিয় নেত্রীর মুক্তি ও স্বাভাবিক পদচারনা। খালেদা জিয়ার বন্দি জীবনের তিন বছরপূর্তি উপলক্ষে বিএনপি আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।