যুক্তরাষ্ট্রের কয়লা রফতানি চার বছরের সর্বনিম্ন

0

লোকসমাজ ডেস্ক॥ গত বছর যুক্তরাষ্ট্রের কয়লা রফতানি ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টনে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের ৮ কোটি ৪২ লাখ ৩০ হাজার টন থেকে ২৫ দশমিক ৬ শতাংশ কমেছে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। ১১ বছরের মধ্যে কয়লা রফতানি দ্বিতীয় সর্বনিম্নে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত গত শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।
গত ডিসেম্বরে কয়লা রফতানি হয়েছে ৬৩ লাখ ৫০ হাজার টন, যা নভেম্বরের ৬৩ লাখ ৭০ হাজার টন থেকে শূন্য দশমিক ৩ শতাংশ কম। ২০২০ সালে তাপ কয়লা রফতানি পূর্ববর্তী বছরের ৩ কোটি ৪২ লাখ ৪০ হাজার টন থেকে ২৮ দশমিক ৬ শতাংশ কমে ২ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টনে দাঁড়িয়েছে, যা চার বছরের মধ্যে সর্বনিম্নে। গত ডিসেম্বরে তাপ কয়লা রফতানি কমেছে ২৬ লাখ ৩০ হাজার টন। গত নভেম্বরে তাপ কয়লার রফতানি ছিল ২৯ লাখ ৮০ হাজার টন, যা ১৮ মাসের সর্বোচ্চ।
২০২০ সালে সর্বোচ্চ তাপ কয়লা উৎপাদন হয়েছে বাল্টিমোর কেন্দ্রে, যেখানে ৯২ লাখ ৩০ হাজার টন কয়লা উৎপাদন হয়েছে। সিয়াটলে উৎপাদন হয়েছে ৪২ লাখ ৮০ হাজার টন। নিউ অরলিন্স ও নরফোক (ভার্জিনিয়া) কারখানায় উৎপাদন হয়েছে যথাক্রমে ৩৮ লাখ ১০ হাজার ও ৩২ লাখ টনে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে বিটুমিনাস রফতানি ২২ লাখ ১০ টনে দাঁড়িয়েছে, যা নভেম্বরের চেয়ে ১৫ দশমিক ৪ শতাংশ কমেছে।
গত ডিসেম্বরে ভারতে সর্বোচ্চ ৯ লাখ ৮৯ হাজার ১০২ টন তাপ কয়লা রফতানি হয়েছে। নভেম্বরে রফতানি হয়েছিল ৯ লাখ ২৩ হাজার ২৭১ টন। গত ডিসেম্বরে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রফতানি হয়েছে যথাক্রমে জাপান (৩ লাখ ১৪ হাজার ৫৮ টন) ও নেদারল্যান্ডসে (২ লাখ ৮০ হাজার ২৪৪ টন)।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সাব-বিটুমিনাস রফতানি হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৩ টন, যা নভেম্বরের চেয়ে ১০ দশমিক ৫ শতাংশ কম। জাপানে সর্বোচ্চ ১ লাখ ৫১ হাজার ৭৮৬ টন সাব-বিটুমিনাস কয়লা রফতানি হয়েছে। একই মাসে দক্ষিণ কোরিয়ায় সাব-বিটুমিরাস রফতানি হয়েছে ৯০ হাজার ৩৮৩ টন। গত নভেম্বরে রফতানি হয়েছিল ২ লাখ ৭২ হাজার ৩৮০ টন।
২০২০ সালে মোট বিটুমিনাস কয়লা রফতানি হয়েছে ২ কোটি ৪ লাখ ৪০ হাজার টন, যা পূর্ববর্তী বছরের চেয়ে ২৭ দশমিক ১ শতাংশ কম। সাব-বিটুমিনাস কয়লা রফতানি হয়েছে ৩৫ লাখ টন, যা বছরওয়ারি কমেছে ৩৮ দশমিক ৫ শতাংশ।
গত বছর বিটুমিনাস কয়লার সবচেয়ে বড় রফতানি গন্তব্য ছিল ভারত, যেখানে রফতানি হয়েছে ৭৬ লাখ ২০ হাজার টন। তারপর রয়েছে নেদারল্যান্ডস (২১ লাখ টন), ডমিনিকান রিপাবলিক (২০ লাখ ২ হাজার টন), জাপান (১৬ লাখ ৮০ হাজার টন) ও দক্ষিণ কোরিয়া (১১ লাখ ৯০ হাজার টন)।
গত বছর সর্বোচ্চ সাব-বিটুমিনাস কয়লা রফতানি হয়েছে দক্ষিণ কোরিয়ায় (২৬ লাখ ৪০ হাজার টন)। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রফতানি হয়েছে যথাক্রমে জাপান (৫ লাখ ৪৭ হাজার ৮১৩ টন) ও মেক্সিকোয় (২ লাখ ৩২ হাজার ৯৫০ টন)।