খুলনায় বেলা‘র মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

0

খুলনায় গতকাল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্যদের আয়োজনে সংগঠনটির খুলনার নেটওয়ার্কভুক্ত সদস্য শেখ সাইফুল্লাহর বিরুদ্ধে নাশকতা ও হয়রানিমূলক ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তার জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং অ্যাড. এম বাবুল হাওলাদারের পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। এ সময় শেখ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শেখ সাইফুল্লাহের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রে লিপ্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মনির চৌধুরী সোহেল, মিজানুর রহমান বাবু, রোস্তম আলী হাওলাদার, মহেন্দ্রনাথ সেন, শরিফুল ইসলাম সেলিম, ইন্দ্রানী ভট্টচার্য প্রমুখ।- বিজ্ঞপ্তি