যশোরে ইউনানি আয়ুর্বেদ বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদ বোর্ডের নির্বাচনে খুলনা বিভাগের পে এক মতবিনিময় সভা গতকাল বেলা দশটায় যশোরের বাঁচতে শেখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যশোর জেলা ইউনানি মেডিকেল অ্যাসোয়েশনের সভাপতি ডা. মো. আবু তোহার সভাপতিত্বে বক্তৃতা করেন বিইউএমএ মহাসচিব অধ্যাপক মাহবুবর রহমান সাকি, দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান, খুলনা ইউনানি মেডিকেল কলেজের অধ্যাক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব হাবিবুর রহমান, কৃষ্ণপদ গাইন, হাকিম রুহুল আমীন মিলন, হাকিম বাকাউল্লা মোল্লা, মাগুরা আয়ুর্বেদ কলেজের প্রিন্সিপাল বাবুল হাওলাদার, যশোর দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি হাকীম আবদুল মতিন, সাধারণ সম্পাদক হাকিম মো. আনোয়ার হোসেন ও যশোর জেলা ইউনানি মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাধন মল্লিক রনি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান সাকি ও প্রধান বক্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ইউনানি চিকিৎসা ও শিার মান উন্নয়নের জন্যে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।