পেস তোপে প্রোটিয়াদের উড়িয়ে দেয়ার পর বিপদে পাকিস্তানও

0

লোকসমাজ ডেস্ক॥ বাবর আজম আর ফাহিম আশরাফের ব্যাটে চড়ে প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল ২৭২ রান। জবাব দিতে নেমে কিন্তু দক্ষিণ আফ্রিকাও খুব বেশিদুর এগুতে পারেনি। পাকিস্তানি পেসারদের তোপের মুখে মাত্র ২০১ রানেই অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। পেসার হাসান আলির তোপেই মূলতঃ শেষ হয়েছে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। ১৫.৪ ওভার বল করে ৫৪ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছেন হাসান আলি। ১টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ এবং নুমান আলি। পাকিস্তানের ২৭২ রানের জবাব দিতে নেমে ২৬ রানের জুটি গড়ে তোলেন ডিন এলগার এবং এইডেন মারক্রাম। এ সময় হাসান আলির বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৫ রান করে ফিরে যান ডিন এলগার। ৩২ রান করে নুমান আলির বলে উইকেট দেন এইডেন মারক্রাম।
রাশি ফন ডার সার আউট হয়ে যান কোনো রান না করেই। ফ্যাফ ডু প্লেসি করেন মাত্র ১৭ রান। সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। ২৯ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। ওয়াইয়ান মালদার আউট হন ৩৩ রান করে। ২১ রান করেন জর্জ লিন্ডে। শেষ পর্যন্ত ৬৫.৪ ওভার ব্যাট করে ২০১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসেই ৭১ রানে এগিয়ে গেলো পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উল্টো বিপদে আছে পাকিস্তানও। তৃতীয় দিন শেষে পাকিস্তানের রান দাঁড়িয়েছে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান। লিড দাঁড়িয়েছে মোট ২০০ রানের। এর মধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেছেন আজহার আলি। ২৯ রান করে আউট হয়েছেন ফাহিম আশরাফ। বাবর আজম আউট হয়েছেন মাত্র ৮ রান করে। ফওয়াদ আলম করেছেন ১২ রান। আবিদ আলি করেছেন ১৩ রান। দিন শেষে ২৮ রান নিয়ে উইকেটে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। হাসান আলি মাঠে নামলেও কোনো রান করতে পারেননি। প্রোটিয়াদের হয়ে জর্জ লিন্ডে নেন ৩ উইকেট। কেশভ মাহারাজ নেন ২ উইকেট। ১ উইকেট নেন কাগিসো রাবাদা।