অপেক্ষায় জ্যোতি

0

লোকসমাজ ডেস্ক॥টিভি নাটক দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। এরপর সিনেমাতেও নাম লেখান। ভালো সিনেমায় অভিনয়ের জন্য গত কয়েক বছরে নাটকে অভিনয় একেবারে কমিয়ে দিয়েছেন তিনি। ঢালিউডের পর কলকাতার ছবিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। ওপার বাংলার ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবিতে অভিনয় করেছেন। এদিকে সবশেষ তার অভিনীত ‘মায়া- দ্য লস্ট মাদার’ ছবিটি মুক্তি পায়। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ভীষণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন জ্যোতি।
নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির মাধ্যমে কাজে ফেরেন তিনি। এর শুটিং হয়েছে ময়মনসিংহের গৌরীপুর এলাকায়। গত বছরের শেষের দিকে ছবিটির শুটিং সম্পন্ন হয়। এতেও কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এ ছাড়া একই পরিচালকের ‘মানুষের বাগান’ নামের আরেকটি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। জ্যোতি এ ছবি দু’টি নিয়ে বলেন, আতিক ভাই গুণী একজন নির্মাতা। তার পরিচালনায় এর আগেও একাধিকবার অভিনয় করেছি। কাজগুলো প্রশংসিত হয়। এই ছবি দু’টির কাজও খুব ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে। সত্যি বলতে এ দু’টি ছবি মুক্তির অপেক্ষায় আছি। এ অভিনেত্রী জানান, নতুন আরো দু’টি ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে তার। শিগগিরই সেগুলো চূড়ান্ত হবে। এদিকে করোনাভাইরাস শুরুর পর একটি সরকারি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের বাইরে কৃষি পণ্য নিয়ে নতুন ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছেন জ্যোতি। এ কাজেও এখন সময় দিচ্ছেন তিনি। এরইমধ্যে ভালো সাড়াও পাচ্ছেন বলে জানান। জ্যোতি বলেন, অভিনয়ের পাশাপাশি এ কাজ চলতে থাকবে।