যশোরে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের আয়োজনে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি উৎসব পালিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে দিনব্যাপী কর্মসূচি পালিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, প্রসাদ বিতরণ, বৃত্তি প্রদান, বিশেষ পূজা অর্চনা, ভজন সঙ্গীত ও ধর্মগ্রন্থ পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অতিথির বক্তব্য রাখেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের শান্তনু বিশ্বাস ও আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ যশোরের উপাধ্যক্ষ সঞ্জয় সাহা। আলোচনা সভায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ।