একুশ আমার অহংকার

0

স্টাফ রিপোর্টার ॥ ফেব্রুয়ারি ১৯৫২ সাল। এই দিনে সারাদেশে সফলভাবে প্রতিবাদ দিবস পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বানে এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের সমর্থনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলা ভাষাভাষী কৃষিজীবী, ছাত্র-শিক্ষক, জনতা এক কাতারে মিশে বিক্ষোভ মিছিলে শ্লোগান ধরেন রাষ্ট্রভাষা বাংলা বই। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে। জনতার ভিড়ে ভারি হয়ে ওঠে ঢাকার রাজপথ আর এতে ভীত হয়ে পড়েন এক সপ্তাহ আগে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণাকারী প্রাদেশিক প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। সারাদেশে প্রতিবাদ দিবস পালনের মাধ্যমে রাষ্ট্রভাষা করার সংগ্রাম আরও ভীতি সঞ্চার করে। নতুন নতুন কর্মসূচি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সর্বদলীয় সংগ্রাম পরিষদ।