চার কোম্পানিকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্ত করার সিদ্ধান্ত

0

লোকসমাজ ডেস্ক॥দীর্ঘদিন পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে পড়ে থাকা চারটি কোম্পানিকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বুধবার (৩ ফেব্রুয়ারি) ৭৬০তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায়িক উন্নতির কারণে ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন ধারা পরিপালনের পদক্ষেপ নেওয়ায় কিছু শর্তে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, বাংলাদেশ মনোস্পোল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং মুন্নু ফেব্রিকসকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে পুনঃতালিকাভুক্তির মাধ্যমে মূল মার্কেটে লেনদেন করার সম্মতি দেওয়া হয়েছে।
আরও বলা হয়েছে, কোম্পানিগুলোর আবেদনের পরিপেক্ষিতে ২০১৫ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (লিস্টিং) রেগুলেশনের কিছু প্রবিধান থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্ত করে লেনদেন শুরু করার জন্য বলা হয়েছে।